ব্রেকিং:
সড়ক দুর্ঘটনায় এনজিওর এক মহিলা কর্মী আহত হয়েছে ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী "তারেক-খালেদাকে ‘খুনি’ বলা রফিক কালের কণ্ঠেই টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন তানোরে ভুয়া এনজিওর নামে ৩৪ লাখ টাকার প্রতারণা মামলা বিধবা নারীকে পেটানোর অভিযোগ সেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে
  • রোববার   ০৭ ডিসেম্বর ২০২৫ ||

  • অগ্রাহায়ণ ২৩ ১৪৩২

  • || ১৬ জমাদিউস সানি ১৪৪৭

আমার রাজশাহী
সর্বশেষ:
সড়ক দুর্ঘটনায় এনজিওর এক মহিলা কর্মী আহত হয়েছে ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী "তারেক-খালেদাকে ‘খুনি’ বলা রফিক কালের কণ্ঠেই টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন তানোরে ভুয়া এনজিওর নামে ৩৪ লাখ টাকার প্রতারণা মামলা বিধবা নারীকে পেটানোর অভিযোগ সেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে

১০ হাজারে বিক্রি ১ লাখ জালটাকা রাজশাহী

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৫  

রাজশাহীর একটি বাড়িতে গড়ে উঠেছে ‘টাঁকশাল’। সেখানে তৈরি হয় হাজার হাজার টাকা। ১০ হাজার টাকা দিয়েই সেখান থেকে ‘কেনা’ যায় এক লাখ টাকা! তার মানে ক্রেতার ‘লাভ’ ১০ গুন! প্রশ্ন জাগতেই পারে, তা হলে ‘টাকশালওয়ালা’ কি লোকসান গুনছেন? না, তিনিও লাভের ওপরই আছেন।

বলা যায়, ১০ হাজারের পুরোটাই লাভ। কারণ ওই ‘টাকশালে’ তৈরি হতো নকল বা জালটাকা। আর এই জালটাকার একটি অংশ ব্যবহার হতো মাদককারবারিতে। এ চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল মঙ্গলবার রাতে কাটাখালী থানার দেওয়ানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

পরে গতকাল বুধবার সকালে নগর ডিবি পুুলিশের কার্যালয়ে জালটাকাসহ তাদের সাংবাদিকদের সামনে হাজির করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-রাজশাহী মহানগরের কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া মহল্লার সামাউন আলীর ছেলে জনি হাসান (২৪), একই এলাকার মাসুদ রানার ছেলে জনি আলী (২২), জেলার গোদাগাড়ী উপজেলার ফুলবাড়ি গ্রামের নুরুল ইসলামের ছেলে ইনসান মিয়া (২২) এবং পবা উপজেলার হরিয়ান পশ্চিমপাড়া গ্রামের রেজাউল করিম রাজুর ছেলে সুমন রানা (২৪)। এই চার তরুণের কাছ থেকে জব্দ করা হয়েছে ৮ লাখ ১২ হাজার জালটাকা।

ডিবির উপকমিশনার আবু আহাম্মদ আল মামুন সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই চারজনকে জাল ৮১২টি এক হাজার টাকার নোটসহ গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় তারা নোটগুলো বিক্রির জন্য একটি ফিলিং স্টেশনের সামনে অপেক্ষা করছিলেন। তাদের সবার কাছেই জালনোট পাওয়া গেছে। গ্রেপ্তারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সুমনের দোতলা বাড়ির নিচতলা থেকে জালনোট তৈরির প্রিন্টার ও কাগজসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পুলিশ জানিয়েছে, সুমন রানা রাজশাহী কলেজ থেকে পড়াশোনা শেষ করেছেন। অন্য তিনজন স্বল্প শিক্ষিত। গ্র্যাফিক্সে পারদর্শী সুমন জালনোট তৈরি করতেন।

জনি হাসান ও জনি আলী বিভিন্ন স্থানে জালনোট ‘বিক্রি’ করতেন। আর ইনসান মিয়া একজন মাদককারবারি। তিনি জালনোট দিয়ে মাদক কিনে ‘চোরের ওপর বাটপাড়ি’ করতেন। ইতিপূর্বে ইনসান মাদকসহ গ্রেপ্তার হয়েছিলেন। তবে পবা উপজেলার দামকুড়া বাজারে ইনসানের মোটরসাইকেল মেকানিকের দোকান আছে। মেকানিকের কাজের আড়ালে এসব অপকর্ম করেন তিনি।

ডিবি জানিয়েছে, ইতিপূর্বে তারা প্রায় সাত লাখ জালটাকা বিক্রি করেছেন। তারা যাদের কাছে এসব নোট বিক্রি করেছেন, তাদেরও গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। আর গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে রাতেই বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে। বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গত বছরের ৭ সেপ্টেম্বর রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের দুটি বাড়িতে অভিযান চালায় র‌্যাব। সেদিন দুই বাড়ি থেকে ৬০ লাখ ভারতীয় জালরুপি জব্দ করা হয়। গ্রেপ্তার হন দুজন। তাদের মধ্যে রাজশাহীতে গ্রেপ্তার হওয়া দরদুজ্জামান বিশ্বাস ওরফে জামান (৫৭) দেশে টাকা জালকারী চক্রের মূলহোতা।

১৯৮৮ সাল থেকে জালটাকা এবং ভারতীয় জালরুপি তৈরির এ কারিগর বরাবরই থাকেন আইনশৃঙ্খলা বাহিনীর ‘মোস্ট ওয়ানটেড’ তালিকায়। দরদুজ্জামানের সঙ্গে গ্রেপ্তার চারজনের কোনো সম্পর্ক রয়েছে কিনা জানতে চাইলে নগর ডিবি পুলিশের কর্মকর্তা আবু আহাম্মদ আল মামুন বলেন, এটি এখনো নিশ্চিত নয়। তবে তারা কারও না কারও কাছে জালটাকা তৈরির কৌশল শিখেছেন। সে ব্যাপারে কিছু তথ্যও পাওয়া গেছে। সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। জালটাকার কারিগরদের ধরতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

আমার রাজশাহী
আমার রাজশাহী
নগর জুড়ে বিভাগের পাঠকপ্রিয় খবর