ব্রেকিং:
সড়ক দুর্ঘটনায় এনজিওর এক মহিলা কর্মী আহত হয়েছে ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী "তারেক-খালেদাকে ‘খুনি’ বলা রফিক কালের কণ্ঠেই টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন তানোরে ভুয়া এনজিওর নামে ৩৪ লাখ টাকার প্রতারণা মামলা বিধবা নারীকে পেটানোর অভিযোগ সেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে
  • সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||

  • অগ্রাহায়ণ ২৩ ১৪৩২

  • || ১৭ জমাদিউস সানি ১৪৪৭

আমার রাজশাহী
সর্বশেষ:
সড়ক দুর্ঘটনায় এনজিওর এক মহিলা কর্মী আহত হয়েছে ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী "তারেক-খালেদাকে ‘খুনি’ বলা রফিক কালের কণ্ঠেই টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন তানোরে ভুয়া এনজিওর নামে ৩৪ লাখ টাকার প্রতারণা মামলা বিধবা নারীকে পেটানোর অভিযোগ সেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে
১১১৫

চাঁদাবাজদের কাছে অসহায় রাজশাহীর ফুটপাত থেকে দোকান মালিক

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৫  

রাজশাহী নগরীতে রাজনৈতিক পরিচয়ে চাঁদাবাজদের অব্যাহত দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে উঠেছে হাজারো ক্ষুদ্র ব্যবসায়ী। ফুটপাতের দোকানদার থেকে শুরু করে কোচিং সেন্টার ও ভবন নির্মাণকারীরা পর্যন্ত কেউ রেহাই পাচ্ছেন না। চাঁদাবাজির এই সমস্যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

রাজশাহীতে চাঁদাবাজদের প্রধান লক্ষ্য হলেন ফুটপাতে ভ্যানে পণ্য বিক্রয়কারী, ছোট দোকানিরা, কোচিং সেন্টার, বেসরকারি প্রতিষ্ঠান এবং ভবন নির্মাণকারী মালিকরা। একেক এলাকায় একাধিক গ্রুপ ভাগ করে প্রতিদিন চাঁদা আদায় করছে। খোঁজ নিয়ে জানা গেছে, কাটাখালী থেকে কাশিয়াডাঙ্গা এবং নওহাটা ব্রিজ থেকে গোরহাঙ্গা পর্যন্ত সড়কের দুই পাশে প্রতিদিন প্রায় ১০ হাজার অস্থায়ী, ভ্রাম্যমাণ ও স্থায়ী দোকান বসে। এসব দোকানে রাজনৈতিক পরিচয়ের গ্রুপগুলো চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে।

রাজশাহী মহানগরীর সাহেববাজারের একজন পেয়ারা বিক্রেতা (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, “আগে দোকান প্রতি দৈনিক ৪০-৫০ টাকা চাঁদা দিলেই হতো। এখন ১০০ টাকা দিতে হচ্ছে। না দিলে দোকান তুলে দেওয়া হয়।” এই চাঁদাবাজি রাজশাহী ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবন যাত্রাকে কঠিন করে তুলেছে।

ভুক্তভোগীরা জানান, আতঙ্কে ব্যবসায়ীরা রাজনৈতিক নেতাদের কাছে অভিযোগ দিচ্ছেন। কাপড়পট্টির একজন ব্যবসায়ী বলেন, “জিরোপয়েন্ট থেকে সোনাদীঘি পর্যন্ত ফুটপাতে শত শত দোকান বসেছে চাঁদাবাজদের মাধ্যমে। ক্রেতারা ফুটপাতে কেনাকাটা করে, ফলে মার্কেটে ভিড় নেই। অনেকে লোকসানে দোকান বন্ধ করেছেন।”

প্রশাসন ফুটপাত দখলমুক্ত করতে চাইলে চাঁদাবাজরা বাধা দেয়। রাজশাহী নিউ মার্কেটের একজন বস্ত্র ব্যবসায়ী বলেন, “রাজনৈতিক দলের অনুসারীরা তিন ভাগে এলাকা ভাগ করে চাঁদা তোলেন। ফুটপাত দখল করে দোকান বসিয়ে মোটা অঙ্কের টাকা নেওয়া হচ্ছে। এমনকি জোরপূর্বক বিদ্যুত্সংযোগ নেওয়া হয়।”

রাজশাহী মহানগরীর রেলগেট এলাকায় চাঁদার পরিস্থিতি আরও ভয়াবহ। বাবু নামের একজন ফুটপাত ব্যবসায়ী বলেন, “কয়েক দিন আগে চাঁদাবাজরা জোর করে ৮০০ টাকা নিয়েছে। তারা দল বেঁধে খেয়ে টাকা না দিয়েই চলে যায়।”

তেরখাদিয়া কাঁচাবাজারের একজন সবজি ব্যবসায়ী জানান, “আগে ১০-২০ টাকা চাঁদা দিলেই হতো। এখন ৫০-১০০ টাকা দিতে হয়। চাঁদাবাজরা এত শক্তিশালী যে, সিটি করপোরেশন কর্মকর্তাদেরও টোল আদায়ে বাধা দেয়।”

শিরোইল বাস্তুহারাপাড়ার কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী অতিষ্ঠ হয়ে মহানগর বিএনপির নেতাদের কাছে অভিযোগ দিয়েছেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র মো. গাজিউর রহমান জানান, “ব্যবসায়ীরা পুলিশের কাছে অভিযোগ করছেন না। প্রকাশ্যে না পারলে গোপনে অভিযোগ দিলেও অভিযোগকারীর নাম-পরিচয় গোপন রেখে চাঁদাবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আমার রাজশাহী
আমার রাজশাহী
নগর জুড়ে বিভাগের পাঠকপ্রিয় খবর