মঙ্গলবার ৩১ জানুয়ারি ২০২৩ ||
মাঘ ১৮ ১৪২৯
|| ০৯ রজব ১৪৪৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ মে ২০২২
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২১-২২ সেশনের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। আজ শনিবার (২১ মে) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানান, আগামী ২৫ জুলাই ‘সি’ (বিজ্ঞান) ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৬ জুলাই ‘এ’ (মানবিক) এবং ২৭ জুলাই ‘বি’ (বাণিজ্য) ইউনিটের পরীক্ষা হবে। প্রতিটি ইউনিটের পরীক্ষা সকাল ৯টা থেকে ১০টা, বেলা ১১টা থেকে ১২টা, দুপুর ১টা থেকে ২টা এবং বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত মোট চার শিফটে অনুষ্ঠিত হবে। প্রতিটি শিফটে পরীক্ষার সময় থাকবে এক ঘন্টা।
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন শিক্ষার্থীদের করোনাকালীন ক্ষতি পুষিয়ে নিতে এক বছরের জন্য দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দিয়েছে। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য ভিজিট করেন https://admission.ru.ac.bd/undergraduate
amarrajshahi.com
সর্বশেষ
জনপ্রিয়