রোববার ২৮ ফেব্রুয়ারি ২০২১ ||
ফাল্গুন ১৫ ১৪২৭
|| ১৬ রজব ১৪৪২
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২১
আজ শনিবার রাজশাহী জেলার তিনটি পৌরসভায় নির্বাচন। পৌরসভার গোদাগাড়ীর কাকনহাট, বাগমারার ভবানীগঞ্জ ও বাঘার আড়ানীতে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে কাকনহাট ছাড়া বাকি দুই পৌরসভায় নির্বাচনকে ঘিড়ে বেশ উত্তেজনা লক্ষ্য করা গেছে। এসময় কর্ম সমর্থকদের মধ্যে মারপিট, নির্বাচনী কার্যালয় ভাংচুরের ঘটনাও ঘটেছে। তবে পুলিশ বলছে- নির্বাচনকে ঘিরে সতর্ক অবস্থানে রয়েছেন তারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে- তিন পৌরসভায় মোট ভোটার ৪১ হাজার ৬৫৪ জন। আর কেন্দ্র ২৯টি। এর মধ্যে বাগমারার ভবানীগঞ্জ পৌরসভায় ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে । আর কাকন হাট ও আড়ানী পৌরসভায় ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বাগমারার ভবানীগঞ্জ পৌরসভায় ব্যালটে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই পৌরসভায় নারী-পুরুষ মিলে ১৪ হাজার ৪০৫ জন ভোটার। নয়টি ওয়ার্ডের প্রত্যকটিতে একটি করে ভোট কেন্দ্র। এছাড়া এই নির্বাচনে মেয়র প্রার্থী আওয়ামী লীগের আবদুল মালেক মন্ডল। নৌকা প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে রয়েছেন।
এছাড়া বিএনপির প্রার্থী আব্দুর রাজ্জাক প্রামাণিক ছাড়াও স্বতন্ত্র প্রার্থী দুইজন রয়েছেন। এই পৌরসভায় নির্বাচনী কার্যালয় ভাংচুরের ঘটনাও ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
অন্যদিকে, বাঘার আড়ানী পৌরসভায় নির্বাচনকে ঘিরে বেশ উত্তজনা ছড়িয়ে পড়ে। আওয়ামী লীগের মেয়র প্রার্থী শহিদুজ্জামান শহিদ ও স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র মুক্তির আলীর কর্ম সমর্থকদের মধ্যে মারপিট ও আড়ানী বাজারের দোকানপাট ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন।
এসব ঘটনায় স্থানীয় থাকায় বিষ্ফোরক আইনের ৬০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মতিউর রহমান মতি।
এছাড়া এই পৌরসভায় মোট ভোটার ১৩ হাজার ৮৮৪ জন। এভিএমএ ভোটগ্রহণের জন্য নয়টি ওয়ার্ডের প্রত্যকটিতে একটি করে কেন্দ্র করা হয়েছে।
এদিকে, গোদাগাড়ীর কাকন হাট পৌরসভার বর্তমান মেয়র আব্দুল মজিদ বাদে নৌকার প্রতীক পেয়েছেন, একেএম আতাউর রহমান খান। এছাড়া বিএনপির প্রার্থী হাফিজুর রহমান হাফিজ।
আর জাতীয় পার্টি থেকে নির্বাচনে দাঁড়িয়েছেন রুবন হাসান। এই পৌরসভায় পরিবেশ সুষ্ঠ থাকায় নিজ নিজ পক্ষে নির্বাচনের প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম জানান, তিনটি পৌরসভায় মোট ২৯টি ভোট কেন্দ্র। নির্বাচনী এলাকার সার্বিক পরিবেশ ভালো রয়েছে। এছাড়া নির্বাচনের দিনে কেন্দ্রে পুলিশ, আনসার থাকবে। এছাড়া মোবাইলটিম, থানা টহল পুলিশ ছাড়াও ম্যাজিষ্ট্রেট মাঠে থাকবে।
amarrajshahi.com
সর্বশেষ
জনপ্রিয়