রোববার ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ||
মাঘ ২৩ ১৪২৯
|| ১৪ রজব ১৪৪৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৩
আগামী ২৯ জানুযারি নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন।
রাজশাহীতে তাঁর আগমন কে স্বাগত জানিয়ে এবং মাদ্রাসা মাঠের উক্ত বিশাল জনসভাকে সফল করার লক্ষ্যে গতকাল সোমবার (২৩ জানুয়ারি) সকাল ১০ টায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী জেলা ও মহানগর কমান্ডের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়।
সাবেক প্রতিমন্ত্রী রাজশাহী মহানগর ইউনিটের সদস্য ও বাংলাদেশ মুক্তিসংগ্রাম পরিষদ-মুক্তিযুদ্ধ’৭১ এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপিকা জিনাতুন নেছা তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ রাজশাহী মহানগর ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহম্মদ আলী কামাল।
স্বাগত বক্তব্য রাখেন মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার/২০১৪ বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান এবং প্রধান বক্তা ছিলেন জেলা ভারপ্রাপ্ত কমান্ডার/২০১৪ বীর মুক্তিযোদ্ধা শাহাদুল হক মাষ্টার। প্রধানমন্ত্রীর মাদ্রাসা মাঠের জনসভাকে সফল করার লক্ষ্যে সর্বস্তেরের মুক্তিযোদ্ধা ও জনতার প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমান্ডের নেতা ও জেলা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মতিউর রহমান, জেলা ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার কে.এম.এম. ইয়াছিন আলী মোল্লা ও সহকারী কমান্ডার/২০১৪ শেখ দিল মোহাম্মদ, মহানগর ইউনিটের ডেপুটি কমান্ডার/২০১৪ রবিউল ইসলাম, সাবেক সহকারী কমান্ডার বদিউজ্জামান চৌধুরী, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের নেতা বীর মুক্তিযোদ্ধা হাকিম আতাউর রহমান ও বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা ন্যাপ-ছাত্র ইউনিয়ন গ্রেরিলা বাহিনীর সম্বনয়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ সাইদুল ইসলাম, রাজশাহী মুক্তিযোদ্ধা মঞ্চের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ. মতিন ও সেক্রেটারী বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজপাড়া থানা কমান্ডার শুকুর উদ্দীন ও বোয়ালিয়া থানা কমান্ডার জামাল উদ্দিন, সেনা সদস্য (অব.) একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদের কার্যনির্বাহী নেতা বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম এবং মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সেক্রেটারী কামরুল ইসলাম মিঠু, মাসুম আক্তার শিশির ও সুলতানুল আরেফিন রিংকুসহ বিপুল সংখ্যক মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের সদস্যবৃন্দ।
amarrajshahi.com
সর্বশেষ
জনপ্রিয়