সোমবার ১৯ এপ্রিল ২০২১ ||
বৈশাখ ৬ ১৪২৮
|| ০৭ রমজান ১৪৪২
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২০
রাজশাহীতে আলু চাষ করে বিপাকে পড়েছেন প্রান্তিক চাষিরা। তাদের অভিযোগ, অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে অতিরিক্ত টাকা না দিলে মিলছে না বীজ ও টিএসপি সার। কৃষি বিভাগের দাবি, প্রয়োজন মত দেয়া হয়েছে বরাদ্দ। অতিরিক্ত দাম নিলে নেয়া হবে ব্যবস্থা।
আমন ধানের পর তিন ফসলি জমিতে আলু আবাদের ব্যস্ততা। লাভের আশায় মাঠের পর মাঠে কৃষকের হাড়ভাঙা খাটুনি। যদিও সে আশায় গুড়ে বালি। কৃষকের অভিযোগ, সরকার নির্ধারিত দামের দ্বিগুণ দিলেই মিলছে বীজ ও সার। ৩০ থেকে ৫০ টাকার বীজ ৮০ টাকা আর ২২ টাকার টিএসপি বিক্রি হচ্ছে ৪০ টাকা দরে।
কৃষকেরা জানালেন, বীজ আর সারই নয়, গত মৌসুমে আলুর দাম ভাল হওয়ায় এবার বেড়েছে জমির ইজারা মূল্য। আবাদের শুরুতে উৎপাদন ব্যয় বাড়ায় ত্রাহি অবস্থা তাদের। আর দাম বৃদ্ধি নিয়ে বিএডিসির ডিলাররা দুষছেন খুচরা ব্যবসায়ীদের। কৃষি অধিদপ্তর বলছে, অভিযোগের সত্যতা মিললে ছাড় দেয়া হবে না কাউকে।
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, কিছু বিচ্যুতি ঘটছে। আসলে সবাই এক মনের না, কেউ অসাধু থাকতে পারে। কিন্তু আমরা সরকারিভাবে তাদের কোন সুযোগ দেবো না।
সংকট আর শঙ্কার বিষয়ে কৃষিবিদের অভিমত, আলুর উৎপাদন নিয়ে হতাশ হওয়ার কোন কারণ নেই কৃষকের। জেলায় এ বছর ৩৫ হাজার হেক্টর জমিতে আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা ৮ লাখ ৪০ হাজার মেট্রিক টন।
amarrajshahi.com
সর্বশেষ
জনপ্রিয়