রাজশাহীতে এক পরিবারের ৬ সদস্যের কারও আঙ্গুলের ছাপ নেই!

রাজশাহীর পুঠিয়া উপজেলার একটি পরিবারের কারও অঙ্গুলের ছাপ নেই। এ নিয়ে চরম বিড়ম্বনার মধ্যে রয়েছে পরিবারটি। ২০০৮ সালের দিকে জাতীয় পরিচয়পত্রের জন্য যখন অঙ্গুলের ছাপ নেয়া শুরু হয় তখন থেকেই পুঠিয়ার অমল সরকার ও তার পরিবারের সমস্যার শুরু।
অমল সরকার যখন বারবার আঙ্গুলের ছাপ দিতে ব্যর্থ হন, তখন ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের দায়িত্বে থাকা কর্মীরা বুঝতে পারছিলেন না তারা ঠিক কী করবেন। পরে কর্মকর্তাদের সাথে কথা বলে এনআইডি কার্ডে লেখা হয় ‘আঙ্গুলের ছাপ নেই।’ শুধু অমল সরকার ও তার ছেলে অপু সরকার নয়, বিরল এক বংশগত সমস্যার কারণে এই পরিবারের ছয় সদস্যের আঙ্গুলে কোনো ছাপ নেই।
এ নিয়ে দিন দিন তাদের বিড়ম্বনা বেড়েছেই। ২০১৬ সালে যখন মোবাইল সিম কার্ডের জন্য আঙ্গুলের ছাপ দেয়া বাধ্যতামূলক করা হয়, তখন নতুন করে বিপদের মুখে পড়েন অপু সরকার।
অপু বলেন, আমি সিম নিতে যাওয়ার পর যতবার আঙ্গুলের ছাপ দিতে যাই, ততবারই সফটওয়্যার হ্যাং হয়ে যায়, যখন তাদেরকে আমার সমস্যার কথা বললাম, তারা বলল যে স্যরি, আমরা তো আঙ্গুলের ছাপ ছাড়া সিম দিতে পারবো না। অপু বলেন, আমার দাদারও একই সমস্যা ছিল। কিন্তু আমার দাদা মনে হয় না এটাকে কখনও সমস্যা হিসেবে দেখেছেন।
অপু সরকার সাংবাদিকদের জানিয়েছেন, তার বাবা এবং তার ছোট ভাই – তিনজনই এখন তার মায়ের নামে তোলা সিম ব্যবহার করেন। পাসপোর্টের জন্যও তাদের বিড়ম্বনায় পড়তে হয়। ফিঙ্গার প্রিন্ট না আসায় তাদের পাসপোর্টও দেয়া হচ্ছিল না। অবশেষে কয়েক মাস চেষ্টা করার পর সিভিল সার্জনের করে দেয়া মেডিকেল বোর্ডের সার্টিফিকেট জমা দিয়ে শেষ পর্যন্ত পাসপোর্ট হাতে পান অমল সরকার।
তবে বিদেশের বিমানবন্দরে গিয়ে আবার কী ঝামেলায় পড়তে হয়, সেই ভয়ে এখনও বিদেশে ভ্রমণ করার সাহস পাননি তিনি। অমল সরকার চলাফেরার জন্য একটি মোটরসাইকেল ব্যবহার করেন। তবে তার কাছে ড্রাইভিং লাইসেন্সের কার্ডটি নেই। তিনি বলেন, আমি রেজিস্ট্রেশন ফি জমা দিয়েছি। কিন্তু আঙ্গুলের ছাপ না থাকায় আমাকে ড্রাইভিং লাইসেন্স দেয়নি।
এখন মোটরসাইকেল চালানোর সময় তিনি বিআরটিএ-তে জমা দেয়া ফি-এর রিসিপ্টটি কাছে রাখেন। এরপরও তাকে দু’বার জরিমানা দিতে হয়েছে। অমল সরকারের বাবা এবং দাদারও একই সমস্যা ছিল। তারা দু’জনই ছিলেন বাবা-মায়ের একমাত্র সন্তান। তার দুই ভাইও একই সমস্যা নিয়ে জন্মেছেন। বড় ভাই গোপেশ সরকার প্রায় দুই বছর অপেক্ষা করার পর সম্প্রতি তার পাসপোর্ট হাতে পেয়েছেন। দিনাজপুরের একটি হাসপাতালে চাকরি করেন গোপেশ সরকার।
তিনি বলেন, এই পাসপোর্টের জন্য আমাকে চার থেকে পাঁচ বার ঢাকা যেতে হয়েছে, এটা বোঝানোর জন্য যে আসলেই আমার এই সমস্যা আছে। তার হাসপাতালে যখন কর্মচারীদের হাজিরার জন্য আঙ্গুলের ছাপ নেয়া শুরু হয়, তখন তিনি কর্মকর্তাদের বুঝিয়ে পুরনো পদ্ধতিতে খাতায় স্বাক্ষর রাখতে রাজি করান। সম্প্রতি মেডিকেল সার্টিফিকেট দেখিয়ে স্মার্টকার্ড করেছেন অপু সরকার ও তার বাবা। আঙ্গুলের ছাপ দিতে পারেননি, তবে রেটিনা স্ক্যান করা হয়েছে তাদের।
অমল এবং গোপেশ সরকার ছোটবেলা থেকেই যেহেতু জানেন যে আঙ্গুলের ছাপের এ সমস্যা তাদের বংশগত, তাই তারা কখনো চিকিৎসার চেষ্টা করেননি। তবে হাতের তালুর চামড়ার খসখসে ভাব কমাতে চিকিৎসকের পরামর্শে কিছুদিন একটি ক্রিম ব্যবহার করেছিলেন অমল সরকার। অমল সরকার জানিয়েছেন, কৃষিকাজ করলে তার হাতের চামড়া খুব সহজেই ফেটে যায় ও সেটি তুলনামূলক খসখসে – এ নিয়ে তিনি এমনিতেই অস্বস্তিতে ভোগেন। তার ওপর এই সমস্যার কারণে পদে পদে অপদস্থ হতে হচ্ছে। অমল বলেন, কারও সাথে হাত মিলাইতে গেলে সে একটু চমকে ওঠে। এইটা নিয়ে একটু লজ্জা লাগে আমার।
বিবিসি বাংলার এক সংবাদে বলা হয়েছে, মেডিকেল বোর্ড তাদের এই সমস্যাকে ‘কনজেনিয়াল পালমোপ্লান্টার কেরাটোডার্মা’ হিসেবে চিহ্নিত করেন। সুইটজারল্যান্ডের একজন চর্মরোগ বিশেষজ্ঞ অধ্যাপক পিটার ইটিন এবং আরও কয়েকজন গবেষক এ বিষয়ে একটি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেন ২০১১ সালে।
ওই গবেষণায় তারা এই বংশগত বা জেনেটিক সমস্যার জন্য দায়ী জেনেটিক মিউটেশনটি শনাক্ত করেন। তাদের গবেষণার সময় পর্যন্ত সারা বিশ্বে চারটি পরিবার শনাক্ত হয়েছিল, যারা বংশগতভাবে এই সমস্যায় ভুগছেন। এর সবগুলোই ছিল এশিয়া মহাদেশের বাইরে।
অধ্যাপক ইটিন বিবিসি বাংলাকে বলেছেন, সারাবিশ্বে অল্প কয়েকটি পরিবারের কথাই আমরা এখনও পর্যন্ত জানতে পেরেছি। ২০০৭ সালে এক সুইস নারী আঙ্গুলের ছাপ দিতে না পারায় যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বারবার সমস্যায় পড়ার পর অধ্যাপক ইটিনের শরণাপন্ন হন।
সেটিই ছিল তার কাছে এ ধরনের প্রথম কোনো রোগী। পরবর্তীতে গবেষক দলটি ওই নারীর পরিবারের ১৬ জনের ওপর গবেষণা চালিয়ে বংশগত সমস্যার কারণটি খুঁজে বের করেন।
গবেষকদলটি এই রোগের আরেকটি নাম দেন ‘অভিবাসন বিলম্ব রোগ’ বা ‘ইমিগ্রেশন ডিলে ডিজিজ’। অধ্যাপক ইটিন মনে করছেন, সরকার পরিবারের বংশগত কেরাটোডার্মাই সেকেন্ডারি অ্যাডারমাটোগ্লিফিয়ায় রুপ নিচ্ছে।
সেকেন্ডারি অ্যাডারমাটোগ্লিফিয়া তুলনামূলকভাবে বেশিসংখ্যক মানুষের থাকতে পারে। কখনও কখনও আঙ্গুলের মাথায় হালকা রেখাও থাকে কারো কারো। শুধুমাত্র জিন থেরাপির মাধ্যমেই ভবিষ্যতে এটি নিরাময় সম্ভব হতে পারে।
আমার রাজশাহী- পর্যটনের সম্ভাবনা পদ্মা সেতু ঘিরে
- বিএসএফের আমন্ত্রণে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের অনুষ্ঠানে বিজিবি
- মানুষের সেবক হয়েই কাজ করে যেতে চাই ॥ প্রধানমন্ত্রী
- স্বপ্নের ঠিকানা পাচ্ছে ১১৫ পরিবার
- করোনাভাইরাসের টিকা কার্যক্রম পরিচালনায় মোবাইল অ্যাপ
- ফেব্রুয়ারিতে উন্নয়নশীল হবে বাংলাদেশ, আশা অর্থমন্ত্রীর
- ৯ লাখ গৃহহীনদের ঘর দিচ্ছে সরকার
- সরকারি ভাতা ঠিকমতো পৌঁছানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- `আওয়ামী লীগ সরকারের কারণেই উন্নয়নের সুফল পাচ্ছে বাংলাদেশ`
- শহীদ কামারুজ্জামান স্মৃতিস্তম্ভ ও জাদুঘর পরিদর্শনে কর্মকর্তারা
- তানোরে গভীর নলকূপে অতিরিক্ত সেচ চার্জ নেয়ার অভিযোগ
- শেষ মুহুর্তেই জমে উঠেছে ভবানীগঞ্জ পৌরসভার নির্বাচনী প্রচারণা
- রাজশাহী বিভাগে নতুন ৩৩ রোগী শনাক্ত, সুস্থ ৭৫
- গভীর রাতে ঘরে ঢুকে রাজশাহীতে ছাত্রলীগ নেতাকে জাপটে ধরল যুবক!
- বাংলাদেশের সুনাম সারাবিশ্বে বাড়ছে
- শিক্ষকরা পদোন্নতি পেয়ে পরিচালক পর্যন্ত হতে পারবেন
- ফেব্রুয়ারিতেই উন্নয়নশীল বাংলাদেশ
- সবজিসহ ১৪ কৃষিপণ্যের উৎপাদন খরচ নিরূপণ
- ভারতে কুচকাওয়াজে অংশ নেবে বাংলাদেশ সশস্ত্রবাহিনীর ১২২ সদস্য
- পতেঙ্গা টার্মিনাল পাচ্ছে সৌদি আরব
- মুজিববর্ষে ভূমি ও গৃহহীনদের উপহার
- ঋণ বিতরণ হবে বিকল্প চ্যানেলে ॥ করোনায় দ্বিতীয় প্রণোদনা প্যাকেজ
- বিতর্কিতদের মনোনয়ন নয় : প্রধানমন্ত্রী
- শিশু সন্তানসহ সেফহোম থেকে মুক্তি মিললো কিশোরীর
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩০ মাদকদ্রব্য উদ্ধার
- আড়ানীতে প্রথমবার ভোটগ্রহণ ইভিএমে, কর্মকর্তাদের প্রশিক্ষণ
- তুরাগ পাড়ে তৈরি হবে নতুন শহর
- শীতে খুলছে না স্কুল-কলেজ!
- মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছেন ভোলার হতদরিদ্ররা
- ২০২৩ সালেই উৎপাদনে আসছে পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্র
- রাজশাহীতে এক পরিবারের ৬ সদস্যের কারও আঙ্গুলের ছাপ নেই!
- রাজশাহী অঞ্চলের অর্থনীতি বদলে দেবে ১০৪ কি.মি মিটারগেজ রেলপথ
- উপহার ভাগাভাগি নিয়ে ঝগড়া, বিয়ের আসরেই বিচ্ছেদ স্বামী-স্ত্রীর
- রাজশাহীতে জেঁকে বসেছে শীত, নামছে তাপমাত্রা
- রাজশাহীতে অস্ত্র ঠেকিয়ে ১৭০ ভরি স্বর্ণ ছিনতাই!
- রাজশাহী বিশ্ববিদ্যালয়কে দু’টি বাস উপহার দিল ভারত
- বঙ্গবন্ধু হাইটেক পার্কে ‘নিলেক্স লিমিটেডের’ বর্ষপূর্তি অনুষ্ঠিত
- কমবে বাণিজ্য ঘাটতি ॥ বৃহৎ অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি হচ্ছে
- রাজশাহী মেডিকেলে একটাই পেট নিয়ে দুই শিশুর জন্ম
- রাজশাহীতে আগামী ১ জানুয়ারী থেকে ইজিবাইকের ভাড়া বাড়ছে
- রাজশাহীতে বিশ্ববিদ্যালয়ছাত্রীকে কুপিয়ে জখম
- রাজশাহী বাস টার্মিনালের হোটেল সিলগালা ও অবৈধ স্থাপনা উচ্ছেদ
- রাজশাহীতে ভর্তি ও চাকরির নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্র গ্রেফতার
- রাজশাহীতে আলু চাষে বিপাকে চাষিরা
- আনন্দ ও বেদনায় ভরা স্মৃতির বছর ২০২০ সাল.....
- নগরীতে মদপানে মৃত্যুর সংখ্যা বেড়ে ৫
- ভাই হয়ে ভাইয়ের ১৭টি সোনার বার আত্মসাতে রাজশাহীতে ছিনতাই নাটক
- রাজশাহীতে খেজুর গুড় উৎপাদনের সম্ভাবনা শতকোটি টাকা
- মুরগি পালনে সফল রাবি শিক্ষার্থী প্রতিমাসে আয় লক্ষাধিক টাকা!
- গোদাগাড়ীতে টমেটোয় লাভের মুখ দেখছেন কৃষকরা