সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ||
অগ্রাহায়ণ ২৭ ১৪৩০
|| ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৩
ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনির বর্বরোচিত হামলায় নিহত নাগরিকদের রূহের মাগফেরাত কামনা করে রাজশাহীর মসজিদে মসজিদে বিশেষ মোনাজাত করা হয়েছে। একই সাথে আহতদের সুস্থতার জন্যও দোয়া করা হয়েছে। নগরীসহ সকল উপজেলায় এই বিশেষ মোনাজাত করা হয়। শুক্রবার (২০ অক্টোবর) বাদ জুমা এই মোনাজাত অনুষ্ঠিত হয়।
এর আগে ফিলিস্তিনে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেইসঙ্গে নিহত ফিলিস্তিনিদের আত্মার মাগফিরাত কামনায় শুক্রবার (২০ অক্টোবর) জুমার পর মসজিদে মসজিদে দোয়া এবং সকল উপাসনালয়ে প্রার্থনার আহ্বান জানান তিনি।
গতকাল শুক্রবার নগরীর সাহেববাজার বড়মসজিদ, শাহমখদুম দরগাহ মসজিদ, হেঁতেমখা মসজিদ, উপশহর মডেল মসজিদসহ সব মসজিদে এই মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমামরা।
মোনাজাতে ফিলিস্তিনিদের সুস্থতা কামনা, পরিবার-পরিবার হেফাজত, ঈমানী ও বরকতময় জীবন, দেশ ও জাতির জন্য রহমত দান, কবরবাসীদের জন্য ক্ষমা, পৃথিবীর মুসলমানদের জন্য রহমত, মহামারি থেকে মুক্তি ও উম্মতে মুহাম্মাদীদের জন্য খাস রহমত প্রার্থনা করা হয়।
amarrajshahi.com
সর্বশেষ
জনপ্রিয়