বুধবার ২৯ নভেম্বর ২০২৩ ||
অগ্রাহায়ণ ১৫ ১৪৩০
|| ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৩
বাবা-মায়ের যত্ন নেওয়া ও ধর্ম পালনের শর্তে ১৮টি মামলার আসামি ২০ শিশুকে মুক্তি দিয়েছেন রাজশাহীর একটি আদালত। শর্ত ভাঙলেই আবারো তাদের কারাগারে যেতে হবে। আদালতের এমন আদেশে খুশি আসামিদের পরিবারও।
প্রথমবারের মতো তারা অপরাধী হওয়ায় গতকাল মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহীর নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মুহাম্মদ হাসানুজ্জামান ডাইভারশনে তাদের মুক্তি দেন। শিশু অপরাধীদের সাধারণত পাঠানো হয় সংশোধনাগারে। কিন্তু তাদের শোধরাতে ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছেন এই আদালত।
জানা গেছে, ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত রাজশাহীতে শিশু আইনে হওয়া মামলার মধ্যে মাদক সেবন, মারামারির মতো ঘটনায় ১৮টি মামলায় আসামি হয় ২০ জন। এসব শিশু বাবা-মায়ের যত্ন নেওয়া ও ধর্ম পালনের মতো শর্তে নিজ বাড়িতে জেলা প্রবেশন কর্মকর্তার তদারকিতে থাকবেন। তবে শর্ত ভাঙলে বাতিল হবে এ আদেশ। রায় ঘোষণার সময় আদালতে অভিযুক্ত শিশুরা উপস্থিত ছিল। বিকল্প পন্থায় সংশোধনের সুযোগ পেয়ে খুশি তারা।
বিচারক রায়ে তার পর্যবেক্ষণে পরিবার, দেশ ও জাতির কল্যাণে শিশুদের আত্মনিয়োগে মনোযোগী হওয়ার পরামর্শ দেন।
রাজশাহী জেলা প্রবেশন কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, আদাতলের দেওয়া শর্তগুলো তাদের মানতে হবে। এছাড়া তাদের ছয় মাস দেখভাল করা হবে। তারা যদি আদালতের নির্দেশনাগুলো না মেনে চলে তাদের বিরুদ্ধে মামলা হবে।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন নাসরিন আখতার মিতা। বাদীপক্ষে ছিলেন অ্যাডভোকেট এস এম হাসিবুল আলম।
amarrajshahi.com
সর্বশেষ
জনপ্রিয়