ব্রেকিং:
সড়ক দুর্ঘটনায় এনজিওর এক মহিলা কর্মী আহত হয়েছে ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী "তারেক-খালেদাকে ‘খুনি’ বলা রফিক কালের কণ্ঠেই টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন তানোরে ভুয়া এনজিওর নামে ৩৪ লাখ টাকার প্রতারণা মামলা বিধবা নারীকে পেটানোর অভিযোগ সেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে
  • বুধবার   ০২ জুলাই ২০২৫ ||

  • আষাঢ় ১৭ ১৪৩২

  • || ০৬ মুহররম ১৪৪৭

আমার রাজশাহী
সর্বশেষ:
সড়ক দুর্ঘটনায় এনজিওর এক মহিলা কর্মী আহত হয়েছে ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী "তারেক-খালেদাকে ‘খুনি’ বলা রফিক কালের কণ্ঠেই টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন তানোরে ভুয়া এনজিওর নামে ৩৪ লাখ টাকার প্রতারণা মামলা বিধবা নারীকে পেটানোর অভিযোগ সেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে
২০

এনসিপিতে ‘অস্থিরতা’ প্রধান সমন্বয়কারীর পদত্যাগ, আরেকজনকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশিত: ২৯ জুন ২০২৫  

এনসিপি রাজশাহীর প্রধান সমন্বয়কারী রাশেদুল ইসলাম (বায়ে) এবং নেতা নাহিদুল ইসলাম সাজু।

এনসিপি রাজশাহীর প্রধান সমন্বয়কারী রাশেদুল ইসলাম (বায়ে) এবং নেতা নাহিদুল ইসলাম সাজু।

কমিটি গঠনের পর পরই রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্যে আসতে শুরু করেছে। এরই মধ্যে মারামারির ঘটনাও ঘটেছে। এ নিয়ে বিরূপ প্রভাব পড়ছে বলে দলের সাধারণ নেতাকর্মীরা জানান।

১৮ জুন এনসিপির রাজশাহী জেলা সমন্বয় কমিটির অনুমোদন দেওয়া হয়। মাত্র আট দিনের মাথায় বৃহস্পতিবার রাতে ‘উদ্ভূত পরিস্থিতিতে’ প্রধান সমন্বয়কারী রাশেদুল ইসলাম দলীয় পদ ছাড়ার সিদ্ধান্ত নেন এবং তিনি কেন্দ্রীয় কমিটির কাছে পদত্যাগপত্র পাঠান।

পরদিন শুক্রবার কেন্দ্রীয় কমিটি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলার যুগ্ম সমন্বয়কারী নাহিদুল ইসলামকে অব্যাহতি দেয় এবং তিন কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয়।

রাজশাহীর কয়েকজন নেতা জানান, এমন পরিস্থিতি তৈরি হয়েছে একটি মারামারির ঘটনাকে কেন্দ্র করে। বুধবার রাতে নগরীর একটি রেস্তোরাঁয় জেলা কমিটির এক বৈঠকে সহিংসতার ঘটনা ঘটে। ওই সময় জেলা কমিটির ১ নম্বর যুগ্ম সমন্বয়কারী নাহিদুল ইসলাম সাজু আরেক যুগ্ম সমন্বয়কারী ফিরোজ আলমকে প্রকাশ্যে লাথি মারেন। ফিরোজকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

এরপরই প্রধান সমন্বয়কারী রাশেদুল ইসলাম পদত্যাগের সিদ্ধান্ত নেন। তিনি পদত্যাগপত্রে লেখেন, “যথাযথ শ্রদ্ধা এবং ভারাক্রান্ত হৃদয়ে আমি এনসিপির রাজশাহী জেলার প্রধান সমন্বয়কারীর পদ থেকে পদত্যাগপত্র জমা দিচ্ছি।

“দলের হয়ে কাজ করাটা আমার জন্য গর্বের, কিন্তু ব্যক্তিগত কারণে এখন আমার দায়িত্ব থেকে সরে দাঁড়ানো প্রয়োজন।”

বিষয়টি জানাজানি হলে কেন্দ্রীয় কমিটি দ্রুত ব্যবস্থা নেয় এবং নাহিদুলকে তার পদ থেকে অব্যাহতি দেয়।

এরপর শুক্রবার বিকালে এক ভিডিও বার্তায় নাহিদুল নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক দাবি করে বলেন, “জেলা কমিটিতে এমন কিছু ব্যক্তি আছেন যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন। এটা শহীদদের রক্তের সঙ্গে বেইমানি।”

এদিকে, সমন্বয় কমিটি গঠনের পর থেকেই রাজশাহী জেলা ও মহানগর ইউনিটের মধ্যে দূরত্ব স্পষ্ট হয়ে ওঠে। কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেনের ওপর হাতবোমা হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে মাত্র ২৭ জন নেতা-কর্মী অংশ নেন, যেখানে শুধু জেলা ও মহানগর কমিটিতেই পদধারী নেতা ছিলেন অন্তত ৪৩ জন। মহানগরের অনেকে ওই কর্মসূচিতে অংশই নেননি।

‘অস্থিরতা’ সামাল দিতে শুক্রবার রাজশাহী পৌঁছান কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। শনিবার তিনি সাংবাদিকদের বলেন, “আমি রাজশাহীতে এসেছি। সবার সঙ্গে কথা বলছি। রাতে আবার বসব। সমস্যা সমাধানের চেষ্টা করছি।

“প্রধান সমন্বয়কারীর পদত্যাগপত্র এখনো গৃহীত হয়নি, সেটি বিবেচনায় রয়েছে।”

রাশেদুল ইসলাম পদত্যাগের বিষয়ে বলেন, “আমি পদত্যাগ করেছি, তবে এনসিপির সঙ্গেই আছি। রাজনীতি কখনো করিনি, হঠাৎ এসে মনে হচ্ছে বড় পদ আমার জন্য নয়। পদত্যাগের বিষয়ে বুধবার রাতের ঘটনার প্রভাব কিছুটা ছিল, তবে সেটিই একমাত্র কারণ নয়।”

আমার রাজশাহী
আমার রাজশাহী
নগর জুড়ে বিভাগের পাঠকপ্রিয় খবর