ব্রেকিং:
সড়ক দুর্ঘটনায় এনজিওর এক মহিলা কর্মী আহত হয়েছে ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী "তারেক-খালেদাকে ‘খুনি’ বলা রফিক কালের কণ্ঠেই টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন তানোরে ভুয়া এনজিওর নামে ৩৪ লাখ টাকার প্রতারণা মামলা বিধবা নারীকে পেটানোর অভিযোগ সেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে
  • বুধবার   ০২ জুলাই ২০২৫ ||

  • আষাঢ় ১৭ ১৪৩২

  • || ০৬ মুহররম ১৪৪৭

আমার রাজশাহী
সর্বশেষ:
সড়ক দুর্ঘটনায় এনজিওর এক মহিলা কর্মী আহত হয়েছে ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী "তারেক-খালেদাকে ‘খুনি’ বলা রফিক কালের কণ্ঠেই টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন তানোরে ভুয়া এনজিওর নামে ৩৪ লাখ টাকার প্রতারণা মামলা বিধবা নারীকে পেটানোর অভিযোগ সেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে
৩০

একই চক্র, দুই অপরাধ: রথের মেলা থেকে শহরজুড়ে আলতুর সন্ত্রাস!

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশিত: ২৯ জুন ২০২৫  

রাজশাহীর ঐতিহ্যবাহী রথের মেলাকে ঘিরে এবার উৎসবের আনন্দ নয়, বরং আতঙ্ক আর অসন্তোষ ছড়িয়ে পড়েছে নগরবাসীর মনে। রাজনৈতিক দলের নাম ব্যবহার করে প্রকাশ্যে চলছে চাঁদাবাজি, মানবিক কর্মকাণ্ডের আড়ালে চলেছে মাদক ব্যবসা—সবকিছুর নেপথ্যে রয়েছে এক ভয়ঙ্কর সন্ত্রাসী চক্র, যার মূল হোতা পলাতক অপরাধী আলতু


চাঁদার টাকায় চলছে ত্রাসের উৎসব

স্থানীয়দের অভিযোগ, এনসিপি ও যুবদলের নাম ভাঙিয়ে একটি সংঘবদ্ধ গোষ্ঠী রথের মেলায় প্রতিটি দোকান থেকে ২০–২৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করছে। চাঁদা দিতে অস্বীকৃত ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে স্থান ত্যাগে বাধ্য করা হচ্ছে।

চক্রটির নেতৃত্বে রয়েছে আলতুর ভাতিজা সাদেক ওরফে বুদ্ধু, যার বিরুদ্ধে রয়েছে মাদক, এসিড সন্ত্রাস ও একাধিক মামলায় আদালতের ৩১ বছরের সাজা। তবুও সে নির্দ্বিধায় চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে।


মানবিকতার মুখোশে মাদক ব্যবসা

মেলার বাইরেও এই চক্র এনসিপির ব্যানারে “সমাজসেবা”র নামে নিজেদের অবস্থান পাকাপোক্ত করার চেষ্টা চালায়। গত ১৫ জুন সাহেব বাজারে এনসিপির ব্যানারে শরবত বিতরণে অংশ নেয় ডলার রহমান ও পাপ্পা নামে দুই ব্যক্তি। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তারা দীর্ঘদিন ধরে ইয়াবা ও ফেনসিডিলসহ মাদক বিক্রিতে জড়িত।

শেখেরচকে গঠিত মাদকবিরোধী কমিটির সদস্যরা জানিয়েছেন, তাদের বারবার হুমকি দিয়ে দমন করার চেষ্টা করছে এই অপরাধীরা।


একই সূত্রে গাঁথা সন্ত্রাসী নেটওয়ার্ক: মূল হোতা আলতু

এই সব অপরাধের কেন্দ্রবিন্দু হলো পলাতক সন্ত্রাসী আলতু। রাজশাহীর ২৩ নম্বর ওয়ার্ডে সে দীর্ঘদিন ধরে মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি, পতিতা ব্যবসা এবং মসজিদ থেকে চাঁদা আদায়সহ নানা অপরাধে জড়িত ছিল। এলাকাবাসীর মতে, সে নিজেও নেশাসক্ত এবং নারী ব্যবসার প্রধান নিয়ন্ত্রক।

০৫ আগস্ট, আলতু ছাত্র ও জনতার ওপর নির্মমভাবে গুলি চালায়। এরপর থেকেই সে পলাতক। এলাকাবাসী মনে করে, সে রাজনৈতিক ছত্রছায়ায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে একের পর এক অপরাধ চালিয়ে যাচ্ছে।

এই চক্রে বুদ্ধু, ডলার, পাপ্পা ছাড়াও রয়েছে আরও অনেকে, যারা একে অপরের সাথে জড়িত এবং একক অপরাধ গোষ্ঠী হিসেবে কাজ করছে। তারা রাজনৈতিক পরিচয়, পেশিশক্তি এবং প্রশাসনিক দুর্বলতা কাজে লাগিয়ে জনসাধারণের উপর ত্রাস সৃষ্টি করেছে।


প্রশাসনের নীরবতা ও অজুহাত

রাজশাহী মহানগর যুবদলের নেতা তানভীর আহমেদ সুইট বলেন, “আমার নাম কেউ ব্যবহার করে অপকর্ম করলে, তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। যুবদল এসবের সাথে জড়িত নয়।”

এনসিপির শ্রমিক উইং নেতা আবির হোসেন রুদ্র বলেন, “আমাদের সংগঠনের কেউ এসব ঘটনায় জড়িত নয়। যারা নাম ভাঙিয়ে অপকর্ম করছে, তারা আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।”

তবে স্থানীয়রা বলছেন, এ ধরনের বিবৃতি এখন আর যথেষ্ট নয়। প্রশাসনের নিষ্ক্রিয়তা ও রাজনৈতিক প্রভাবের কারণে এ ধরনের অপরাধীরা বছরের পর বছর ধরে রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে।


সমাজের হুঁশিয়ারি: মুখোশ খুলে দোষীদের শাস্তি দিন

নাগরিক সমাজের মত, “রথের মেলার মতো ধর্মীয়-সাংস্কৃতিক আয়োজনে যদি অপরাধীদের রাজত্ব কায়েম হয়, তবে তা শুধু আইনশৃঙ্খলার অবনতি নয়—সমাজের ভবিষ্যতের জন্যও হুমকি।”

একজন প্রবীণ সমাজকর্মী বলেন:

“সমাজসেবা যদি অপরাধ ঢাকার মুখোশ হয়, তবে তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভয়াবহ বার্তা। এখনই সময় সত্য-মিথ্যার মুখোশ খুলে প্রকৃত অপরাধীদের বিচারের মুখোমুখি করার।”

রথের মেলার নামে রাজশাহীতে যে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যকলাপ চালানো হচ্ছে, তা শুধু একটি উৎসবকে কলঙ্কিত করছে না—একটি শহরের সম্মানকেও প্রশ্নবিদ্ধ করছে। এখনই প্রশাসনের উচিত, রাজনৈতিক প্রভাব উপেক্ষা করে এই অপরাধচক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা।

আমার রাজশাহী
আমার রাজশাহী
নগর জুড়ে বিভাগের পাঠকপ্রিয় খবর