সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ||
অগ্রাহায়ণ ২৭ ১৪৩০
|| ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৩
রাজশাহীতে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারে আবেদনের পরদিনই মিলছে ভিসা। কম সময়ে ভিসা পাওয়ায় অন্যান্য জেলার মানুষও রাজশাহী থেকে ভিসার আবেদন করছেন। এতে বিলম্বিত হচ্ছে এ অঞ্চলের মানুষের ভিসা প্রাপ্তি। এ অবস্থায় অনুমোদিত জেলা ছাড়া রাজশাহী থেকে আর ভারতীয় ভিসা দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।
ভারতীয় ভিসা সেন্টারের তথ্যমতে, রাজশাহী ও রংপুর বিভাগের মোট ১৬ জেলার বাসিন্দাদের ভিসা দেওয়া হয় রাজশাহী সেন্টার থেকে। ভিসা পেতে প্রতিদিন আবেদন জমা পড়ে প্রায় দেড় হাজার। তবে আবেদন জমা দেওয়ার পরদিনই মিলছে ভিসা।
চিকিৎসা নিতে ভারতে যাওয়া জন্য বুধবার (১ নভেম্বর) ভিসার আবেদন করেছিলেন নওগাঁর আব্দুল কাদের। বৃহস্পতিবার (২ নভেম্বর) ভিসা পেয়ে তিনি খুশি মনেই বের হচ্ছিলেন ভিসা সেন্টার থেকে।
আব্দুল কাদের বলেন, ‘এই নিয়মটা খুবই ভালো হয়েছে। দিনের পর দিন আমাদের অপেক্ষা করে বসে থাকতে হয়নি। আমার দাবি, প্রক্রিয়াটি যাতে আগামীতেও চালু থাকে।’
আজ সকালে ভিসার কাগজপত্র জমা দিয়েছেন মিজানুর রহমান। স্ত্রী-সন্তান নিয়ে তিনি ভারতে যাবেন। ভিসা আবেদন জমা দিয়ে যখন তিনি বের হচ্ছিলেন তখন তার সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের।
মিজানুর রহমান বলেন, ‘কাগজপত্র জমা দিলাম। আমাকে কাল আসতে বলা হয়েছে। আশা করছি এদিন আমাদের ভিসা পেয়ে যাবো। যদি পেয়ে যায় তাহলে তো এটা খুবই ভালো কথা।’
তবে কিছু আশঙ্কার কথাও জানিয়েছে রাজশাহী অঞ্চলের ভিসা প্রত্যাশীরা। তারা বলছেন, সহজে ভিসা পাওয়ার আশায় দেশের বিভিন্ন প্রান্তের মানুষ রাজশাহী সেন্টারে এসে আবেদন জমা দিচ্ছেন। এ কারণে বিলম্বের আশঙ্কা করছেন তারা।
বৃহস্পতিবার সকালে রাজশাহী নগরীর বর্ণালীর মোড়ে অবস্থিত ভিসা সেন্টার পরিদর্শনে যান রাজশাহীতে নিযুক্ত সহকারী ভারতীয় হাইকমিশনার মনোজ কুমার।
সেখানে তিনি সাংবাদিকদের বলেন, এ ভিসা সেন্টার থেকে বাইরের কোনো বিভাগ বা জেলার মানুষদের ভিসা দেওয়া সম্ভব নয়। সম্প্রতি এমন বেশকিছু ভিসা আবেদন বাতিল করা হয়েছে।
amarrajshahi.com
সর্বশেষ
জনপ্রিয়